Breaking

Wednesday, December 29, 2021

December 29, 2021

ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-01 | Geography MCQ Question Answer 2022

ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব - 01 | Geography MCQ Question Answer 2022
ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-01
⬗সুপ্রিয় বন্ধুরা,
                    আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুড়িটি ভুগোল MCQ প্রশ্ন উত্তর পর্ব -01 ; এই প্রশ্নগুলি তোমাদের আগত সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সহযোগিতা করবে । আর বেশি সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্নোত্তর গুলো দেখে নাও ।

ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-01
01. ভারতে জনগণনা কত বছর অন্তর হয় ?
A) 2
B) 7
C) 5
D) 10
উত্তর : 10

02. শতাব্দ এক্সপ্রেস কত সালে চালু হয় ?
A) 1969
B) 1972
C) 1988
D) 1977
উত্তর : 1988

03.  ইন্ডিয়া স্পেস রিসার্চ  অর্গানাইজেশন কোথায় অবস্থিত ?
A) বেঙ্গালুরু
B)  হায়দরাবাদ 
C) মুন্বই
D)আহমেদাবাদ
উত্তর : বেঙ্গালুরু

04. পশ্চিম মধ্য রেল পথের অঞ্চল আঞ্চলিক সদর দফতর কোথায় অবস্থিত ?
A) ভোপাল
B) জব্বলপুর
C) বিলাসপুর
D) হুবলি
উত্তর : জব্বলপুর

05. রেলওয়ে স্টাফ কলেজে কোথায় অবস্থিত ?
A) বরোদা
B) আহমেদাবাদ
C) জয়পুর
D) লখনউ
উত্তর : বরোদা

06. নিম্নলিখিত কোন দ্বীপের ওপরে দিয়ে নিরক্ষরেখা গেছে ?
A) মাদাগাস্কার
B) তাসমানিয়া
C) জাভা
D) বোর্নিও
উত্তর : বোর্নিও

07. রেলওয়ে ব্রডগেজ  এর আনুমানিক দৈর্ঘ্য  -
A) 2.00 মিটার 
B) 1.83 মিটার 
C) 1.67 মিটার 
D) 1.33 মিটার
উত্তর : 1.67 মিটার 

08. দক্ষিণ-পূর্ব আমাদের এল এল এর আঞ্চলিক সদর দফতর কোথায় অবস্থিত ?
A) বিলাসপুর
B) হুবলি
C) জবলপুর
D) ভুবেনেশ্বর
উত্তর : বিলাসপুর

09. রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবস্থিত ?
A) পেরামবুরে
B) ইয়েলাহাঙকায়
C) পাতিয়ালায়
D) কাপুরথালায়
উত্তর : কাপুরথালায়

10. রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরের চালু হয় ?
A) নিউ দিল্লি মুম্বই
B) নিউ দিল্লি হাওড়া
C) নিউ দিল্লি লখনউ
D) নিউ দিল্লি চেন্নাই
উত্তর : নিউ দিল্লি হাওড়া

11. কোন প্রধান নদী একটি অংশ হলো তিস্তা ?
A) গঙ্গা
B) কৃষ্ণা
C) কাবেরী
D) ব্রহ্মপুত্র
উত্তর : ব্রহ্মপুত্র

12. পূর্ব মধ্য রেলওয়ে আঞ্চলিক সদর দফতর কোথায় অবস্থিত ?
A) পাটনা
B) হাজিপুর
C) গোরখপুর
D) সোনাপুর
উত্তর : হাজিপুর

13. দক্ষিণ পশ্চিম রেলওয়ে এর মুখ‍্য কার্যালয় অবস্থিত ?
A) ভুবনেশ্বরে
B) হুবলিত
C) বিলাসপুরে
D) জব্বলপুরে
উত্তর : হুবলিতে

14. নিম্নলিখিত কোন রাজ্য পলি মাটি দেখা যায় না ?
A) তামিলনাড়ু
B) মধ্যপ্রদেশ
C) ওডিশা
D) পশ্চিমবঙ্গ
উত্তর : মধ্যপ্রদেশ

15. ভারতের বৃহত্তম বন্দর হল -
A) কলকাতা
B) মুম্বই
C) হলদিয়া
D) কান্ডালা
উত্তর : মুম্বই

16. ভারতীয় রেলওয়ে এর কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি আয় হয় ?
A) মালপত্র বহন
B) যাত্রীদের ভাড়া
C) বিজ্ঞাপনঃ
D) কোনোটিই নয়
উত্তর : মালপত্র বহন

17. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল -
A) 7
B) 9
C) 12
D) 6
উত্তর : 7

18. নাগার্জুনসাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত ?
A) কাবেরী
B) কৃষ্ণা
C) মহানদী
D) নর্মদা
উত্তর : কৃষ্ণা 

19. ভারতের কোন অঞ্চলে সর্বনিন্ন বর্ষণ হয়  ?
A) শীনগর
B) লাদাখ
C) জয়সলমির
D) জয়পুর
উত্তর : জয়সলমির

20. নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি জাতি ভুক্ত লোকের সংখ্যা সর্বাধিক ? 
A) রাজস্থান
B) পাঞ্জাব
C) উত্তর প্রদেশ
D) তামিলনাড়ু
উত্তর : উত্তর প্রদেশ

Tuesday, December 28, 2021

December 28, 2021

সাধারণ জ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব : ০৩

সাধারণ জ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব : ০৩ | GK MCQ Question Answer Part-03
সাধারণ জ্ঞান MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-05 | GK MCQ Question Answer Part-05

⬗সুপ্রিয় বন্ধুরা,
                    আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুড়িটি জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর ; এই প্রশ্নগুলি তোমাদের আগত সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সহযোগিতা করবে । আর বেশি সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্নোত্তর গুলো দেখে নাও ।

01. মার্মাগাও বন্দর টি কোন রাজ্যে অবস্থিত ?
A) মহারাষ্ট্র
B) গুজরাট
C) গোয়া
D) বেঙ্গালুরু
উত্তর :গোয়া

02. ভারতের প্রথম অসথায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
A) ভি ভি গিরি
B) বিচারপতি এম হিদায়েতুল্লা
C) বি ডি জাওি
D) এঁদের কেউই নন
উত্তর : ভি ভি গিরি

03. লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ?
A) পুরি
B) কোনারক
C) ভুবনেশ্বর
D) গোপালপুর
উত্তর : ভুবনেশ্বর

04. মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা ?
A) ইরান
B) দক্ষিণ আফ্রিকা
C) ফ্রান্স
D) ইজরায়েল
উত্তর : ইজরায়েল

05. চারমিনার কোন শহরে অবস্থিত ?
A) হায়দরাবাদ
B) সেকেন্দ্রাবাদ
C) বেঙ্গালুরু
D) বিজাপুর
উত্তর : হায়দরাবাদ

06.  ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ?
A) ড. নগেন্দ্র সিং
B) পি কে সুন্দরম
C)সুকুমার সেন
D) এঁদের কেউই নন
উত্তর : সুকুমার সেন

07. গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত ?
A) সান ফ্রান্সিসকো
B) নিউ ইয়র্ক
C) ইস্তানবুল
D) বেজিং
উত্তর : সান ফ্রান্সিসকো

08. তাতে কোন জেলাটি ভারতের সবচেয়ে ছোট ?
A) মাহে
B) দিউ
C) দমন
D)লাক্ষদ্বীপ
উত্তর :মাহে

09. পদ্ম হলো ভারতীয় -
A) ঐতিহ‍্যের প্রতীক
B) ঐতিহ‍্য ও সত‍্যের প্রতীক
C) সত‍্যের প্রতীক
D) কোনোটিই নয়
উত্তর : ঐতিহ‍্য ও সত‍্যের প্রতীক

10. দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় হল -
A) চন্ডিগড়
B) মুন্বই
C) দিল্লি
D) কেরল
উত্তর : মুন্বই

11. মেরিনা বিচ কোন শহরে আছে ?
A) চেন্নাই
B) মুন্বই
C) পুরী
D) ওয়ালটেয়ার
উত্তর : চেন্নাই

12. লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের রাজধানী কোনটি ?
A) পোর্ট ব্লেয়ার
B) সিলভাসা
C) চন্ডিগড়
D) কাভারাওি
উত্তর : কাভারাওি

13. ভারতের জাতীয় প্রতীকে ক-টি সিংহ বর্তমান -
A) চারটে
B) দুইটি
C) তিনটে
D) একটি
উত্তর : চারটে

14. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের মধ্যে আকারে কোনটি সবচেয়ে বড়ো ?
A) দিল্লি
B) দাদারা ও নগর হাভেলি
C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
D) লাক্ষাদ্বীপ ও মিনি কয়
উত্তর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

15. ভারতের দুধের বাতিল বলা হয় -
A) পশ্চিমবঙ্গেকে
B) হরিয়ানাকে
C) মেঘালয়কে
D) কেরলকে
উত্তর : হরিয়ানাকে

16. আরব সাগরের রানী নামে পরিচিত
A) কোচি
B) কলকাতা
C) কোহিমা
D) চন্ডিগড়
উত্তর : কোচি

17. অন্তরা কোন দেশের সংবাদসংস্থা ?
A) ইন্দোনেশিয়া
B) রাশিয়া
C) থাইল্যান্ড
D) ইরান
উত্তর : ইন্দোনেশিয়া

18. ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ?
A) শ্রীমতি রমা দেবি
B) শ্রীমতি কিরণ দেবী
C) শ্রীমতি ফাতেমা বিবি
D) এর কোনোটিই নয়
উত্তর : শ্রীমতি রমা দেবি

19. সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত ?
A) জয়সলমীর
B) বিকানির
C) যোধপুর 
D) পোখরান
উত্তর : জয়সলমীর

20. কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় -
A) লালবাহাদুর শাস্ত্রী
B) জওহরলাল নেহরু
C) ইন্দিরা গান্ধী
D) রাজীব গান্ধী
উত্তর : ইন্দিরা গান্ধী

December 28, 2021

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব 04

ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব - 04
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব 04 

⬗সুপ্রিয় বন্ধুরা,
                    আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুড়ি টি ইতিহাস MCQ প্রশ্ন উত্তর ; এই প্রশ্নগুলি তোমাদের আগত সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সহযোগিতা করবে । আর বেশি সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্নোত্তর গুলো দেখে নাও ।

01. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন ?
A) রাখালদাস বন্দ্যোপাধ্যায় 
B) সম্রাট অশোক
C) মেগাস্থিনিস
D) ফ্যারাও 
উত্তর : রাখালদাস বন্দ্যোপাধ্যায় 

02. “ঝুলন্ত উদ্যান” কোথায় অবস্থিত ছিল ?
A) মিশরে
B) হরপ্পায়
C) মেসোপটেমিয়ায়
D) ব্যবিলনে 
উত্তর : ব্যবিলনে

03. “চীনের দুঃখ” কোন নদীকে বলা হয় ?
A) ইয়াং-সি-কিয়াং
B) সাংপো
C) হোয়াংহো 
D) ডিহং
উত্তর : হোয়াংহো

04. ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ?
A) গিয়াস উদ্দিন বলবন
B) কুতুব উদ্দিন আইবক
C) মহম্মদ বিন তুঘলক 
D) আলাউদ্দিন খলজি 
উত্তর : মহম্মদ বিন তুঘলক 

05. শিবাজী ও মুঘলদের মধ্যে পুরন্দরের সন্ধি কত সালে হয় ?
ক) ১৬৫৬ সালে
খ) ১৬৬৫ সালে 
গ) ১৬৫৫ সালে
ঘ) ১৬৯৬ সালে
উত্তর : ১৬৬৫ সালে  

06. ইন্ডিয়া হোমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
A) লন্ডন
B) লাহোর
C) ঢাকা
D) বাবুল
উত্তর : লন্ডন

07. পি এন ঠাকুর কার ছদ্মনাম -
A) রাসবিহারী বসু
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) প্রফুল্ল চন্দ্র রায়
D) প্রথম নাথ মিত্র
উত্তর : রাসবিহারী বসু

08. আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েন  -
A) চন্দ্রগুপ্ত
B) পুরু
C) অশোক
D) দেবভূতি
উত্তর : পুরু

09. মহন্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন  -
A) 720 খ্রি
B) 715 খ্রি
C) 728 খ্রি
D) 712 খ্রি
উত্তর : 712 খ্রি

10. কোন সুলতান রাজধানী গুলবর্গা থেকে বিদরে সথানান্তরিত করেন ?
A) আহমেদ শাহ
B) ইউসুফ আদিল
C) আলি বারিদ
D) কুলিকুতুব শাহ
উত্তর : আহমেদ শাহ

11.  মীমাংসা দর্শনের স্রষ্ঠা হলেন  -
A) কপিল মুনি
B) জৈমিনি
C) গৌতম 
D) কনাদ
উত্তর : গৌতম 

12. তুলুভ বংশের শেষ রাজা ছিলেন  -
A)নরসিংহ রায়
B)রাম রায়
C)সদাশিব রায় 
D)বুক্ক রায়
উত্তর : সদাশিব রায়

13. চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয় ?
A) পাঞ্জাব
B) বাংলা
C) মাদ্রাজ
D)বোন্বে
উত্তর : বাংলা 

14.  কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজী প্রথম ও শেষ বার সভাপতি হন ?
A) লাহোর
B) লখনউ
C)বেলগাঁও
D)নাগপুর
উত্তর :বেলগাঁও

15.   মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন  -
A)আবু তোরাপ
B)চৈৎ সিং
C)কেংলিয়া
D)বিরসা মুন্ডা
উত্তর :বিরসা মুন্ডা

16. ভগিনি নিবেদিতা জন্মসূত্রে ছিলেন  -
A) আইরিশ
B) জার্মান
C) পোর্তুগিজ
D) ফরাসি 
উত্তর :আইরশি

17. সাঁওতালরা যে জায়গাকে দামিন ই কোহ বল  -
A) রাজমহল পাহাড়
B) ধলভূম
C) পালামৌ
D)হাজারিবাগ
উত্তর : রাজমহল পাহাড়

18. ওয়াহাবি শব্দের অর্থ  -
A) বিপ্লব
B) যুদ্ধ
C) আনন্দ
D) নবজাগরণ
উত্তর : নবজাগরণ

19. বুদ্ধচরিত কে রচনা করেন ?
A) অশ্বঘোষ
B) কালিদাস
C) গুণাঢ‍্য
D)ভারবি
উত্তর :অশ্বঘোষ

20. বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন  -
A) মিরকাশিম
B)মিরজাফর
C)আলিবর্দি
D)কেউ নয়
উত্তর : মিরজাফরড

Sunday, December 26, 2021

December 26, 2021

সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব - 01 | General Science Question answer 2022

সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব - 01 | General Science Question answer 2022
সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব - 01 | General Science Question answer 2022
⬗সুপ্রিয় বন্ধুরা,
                    আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুড়িটি জেনারেল সায়েন্স MCQ প্রশ্ন উত্তর ; এই প্রশ্নগুলি তোমাদের আগত সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সহযোগিতা করবে । আর বেশি সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্নোত্তর গুলো দেখে নাও ।

01. সেন্ট্রিফিউজ কি ?
A) একপ্রকার বল
B) একপ্রকার যন্ত্র
C) একপ্রকার ত্বরণ
D) কোনটিই না 
উত্তর : একপ্রকার যন্ত্র

02. অপদ্রব মেশানো হলো পদার্থের গলনাঙ্ক -
A) একই থাকে 
B) বেড়ে যায়
C) কমে যায়
D) কোনাটিই নয়
উত্তর : কমে যায়

03. নীচের কোনটি অচৌন্বক পদার্থ -
A) কাঠ
B) লোহা
C) কোবাল্ট 
D) নিকেল
উত্তর : কাঠ

04. শব্দ যেতে পারে না -
A)  শূন্যর মাধ্যমে
B) হাইড্রোজেন গ্যাসের
C) জলে
D) স্টিল
উত্তর : শ‍ূন‍্যমাধ্যমে

05. একই দৈর্ঘ্যের একটি সরু ও মোটা তারের মধ্যে কোনটির রোধ বেশি ?
A) সমান
B) সরু
C) মোটা
D) সঠিক বলা যায় না 
উত্তর : সরু তারের

06. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয়?
A) 9 মিনিট 
B) 8 মিনিট 
C) 8.3 মিনিট 
D) 10মিনিট
উত্তর : 8.3 মিনিট 

07. বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য -
A) কম হত
B) পরিবর্তন হয় না
C) বেড়ে যেত
D) প্রায় অর্ধেক হয়ে যেত
উত্তর : কম হত

08. পরমশূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত?
A) 1
B) -1
C) 0
D) -273
উত্তর : 0

 09. Mach নাম্বার কিসের গতির সাথে সম্পর্কযুক্ত ?
A) শব্দ
B) জাহাজ
C) বিমান
D) মহাকাশযান
উত্তর : বিমান

10. Shock wave সৃষ্টি হয় কোন কারনে -
A) বাতাস বন্ধ হলে
B) মাইক বাজলে
C) ঝড় হলে
D) সুপারসোনিক বিমান গেলে
উত্তর : সুপারসোনিক বিমান গেলে

11. চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কি কি ?
A) আয়তন
B) উষ্ণতা
C) আয়তন ও উষ্ণতা
D) ভর
উত্তর : আয়তন ও উষ্ণতা

12. মিউটেশনকে কে প্রাকৃতিক খেলা বলেছেন ?
A) ল‍্যামার্ক
B) ডারউইন
C) হেকেল
D) কোনটি নয়
উত্তর : ডারউইন

13. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি ?
A) গন
B) প্রজাতি
C) বর্গ
D) শ্রেণী
উত্তর : প্রজাতি

14. ক‍্যারলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রস্তাব করেন ?
A) 1750
B) 1753
C) 1755
D) 1754
উত্তর : 1753

15. একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ হল -
A) মাছ
B) ব‍্যাঙ
C) হংসচঞ্চু
D) আর্কিওপটেরিক্স
উত্তর : হংসচঞ্চু

16. BHC পাউডার  কী ?
A) সুগান্ধী
B) জীবানুনাশক
C) অ‍্যাসিড
D) কীটনাশ
উত্তর : জীবানুনাশক

17. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায় ? 
A) ত্বরণ
B) বল
C) ভরবেগ
D) কৌণিক ভরবেগ
উত্তর : বল

18. নিচের কোনটিতে হাইড্রোজেনে বন্ধন আছে ?
A) জল
B) বরফ
C) সালফিউরিক অ‍্যাসিড
D) অ‍্যাসিটির অ‍্যাসিড
উত্তর : বরফ

19. যে পদ্ধতিতে LPG সিলি ন্ডার হতে গ্যাস মুক্ত করা হয় তাকে বলে -
A) ডিফিউসান
B) এফিউসন
C) প্রেসার
D) ভেন্টিলেশন
উত্তর : প্রেসার

20. রক্ত প্রদানে সর্বজনীন দাতা হল  -
A) A
B) B
C) AB
D) O
উত্তর : O

Friday, October 8, 2021

October 08, 2021

TOP 20 GK Question & Answer in Bengali Part-01 | By CrackPolice.in

TOP 20 GK for All Competive Exam || GK Question & Answer in Bengali Part-01
TOP 20 GK Question & Answer in Bengali Part-01
Hello Aspirants..
আজকে তোমাদের সবার সুবিধার্থে নিয়ে এসেছি TOP 20 GK Question & Answer in Bengali Part-01 যেটিতে তোমরা জিকে এর গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন ও উত্তর পাবে । যেই প্রশ্ন ও উত্তর গুলি আসন্ন সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী । 

সুতরাং আর সময় অপচয় না করে নীচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে দেখে নিন । 


▞  জিকে প্রশ্নোত্তর পর্ব-০১ ▞ 

01. সিলিকন ভ্যালি বলা হয় ?
A. মুম্বাই
B. ব্যাঙ্গালোর 
C. মুসৌরি
D. হায়দ্রাবাদ


02. নূরজাহান শব্দের অর্থ কি ?
A. জাগরণ
B. জগতের আলো 
C. জগৎ
D. জগতের অন্ধকার


03. তাজমহল কে তৈরী করেছিলেন ?
A. অশোক
B. শাহজাহান 
C. শিবাজী
D. বাবর


04. ভারত ও চীনের সীমানা নির্দেশ করেছে কোন লাইন ?
A. ম্যাকমোহন লাইন 
B. ডুরান্ড লাইন
C. ম্যাজিনো লাইন
D. রেডক্লিফ লাইন


05. ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A. বাবর
B. শাহজাহান
C. বিম্বিসার
D. আকবর 


06. কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ?
A. বাঘ
B. গরু
C. ঘোড়া 
D. ছাগল


07. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
A. আলাউদ্দিন
B. শিশুনাগ
C. শিবাজী
D. গোপাল 


08. বর্তমানে ভারতে সংবিধানের কয়টি তপশীল আছে ?
A. ১০ টি
B. ১২ টি 
C. ১৪ টি
D. ১৬ টি


09. এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A. ১৭৮৪ খ্রি: 
B. ১৭৮৫ খ্রি:
C. ১৭৮৬ খ্রি:
D. ১৭৮৭ খ্রি:


10. রিখটার স্কেল ব্যবহৃত হয় কিসের জন্য ?
A. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য 
B. আলোর বিচ্ছুরণ মাপার জন্য
C. আলোর গতি মাপার জন্য
D. সমুদ্রের গভীরতা মাপার জন্য


11. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
A. মহারাষ্ট্র
B. কর্ণাটক
C. রাজস্থান 
D. মণিপুর


12. ষোড়শ মহাজনপদের মধ্যে প্রধান মহাজনপদ কোনটি ?
A. গান্ধার
B. মগধ 
C. কম্বোজ
D. পাঞ্চাল


13. প্রসাদ নগরী কোন শহরকে বলে ?
A. চেন্নাই
B. মুম্বাই
C. কলকাতা 
D. হায়দ্রাবাদ


14. রাষ্ট্রপতির কার্যকাল কত বছর ?
A. ৪ বছর
B. ৫ বছর 
C. ৬ বছর
D. ৭ বছর


15. কলকাতা সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
A. এলিজা ইম্পে 
B. ফিলিপ ফ্রান্সিস
C. বারওয়েল
D. কোনটিই নয়


16. নকশী কাঁথার মাঠ কবিতাটি কার লেখা ?
A. জসীমউদ্দীন 
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. সুকুমার রায়
D. মাণিক বন্দ্যোপাধ্যায়


17. খলিফা কথার অর্থ কি ?
A. পদমর্যাদা
B. প্রতিনিধি 
C. অবতরণ
D. রাজধানী


18. বিদ্রোহী কবিতাটি কার লেখা ?
A. কাজী নজরুল ইসলাম 
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. মাইকেল মধুসূদন দত্ত
D. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর


19. ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ?
A. মথুরা
B. নুমালিগড়
C. তাতিপাকা
D. ডিগবয় 


20. চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
A. ক্রিকেট
B. টেনিস
C. ব্যাডমিন্টন
D. দাবা