Geography - ভুগোল
December 29, 2021
ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-01 | Geography MCQ Question Answer 2022
ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব - 01 | Geography MCQ Question Answer 2022
ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-01 |
⬗সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুড়িটি ভুগোল MCQ প্রশ্ন উত্তর পর্ব -01 ; এই প্রশ্নগুলি তোমাদের আগত সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সহযোগিতা করবে । আর বেশি সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্নোত্তর গুলো দেখে নাও ।
আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কুড়িটি ভুগোল MCQ প্রশ্ন উত্তর পর্ব -01 ; এই প্রশ্নগুলি তোমাদের আগত সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেক বেশি সহযোগিতা করবে । আর বেশি সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্নোত্তর গুলো দেখে নাও ।
ভুগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-01
01. ভারতে জনগণনা কত বছর অন্তর হয় ?
A) 2B) 7
C) 5
D) 10
উত্তর : 10
02. শতাব্দ এক্সপ্রেস কত সালে চালু হয় ?
A) 1969
B) 1972
C) 1988
D) 1977
উত্তর : 1988
A) 1969
B) 1972
C) 1988
D) 1977
উত্তর : 1988
03. ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় অবস্থিত ?
A) বেঙ্গালুরু
B) হায়দরাবাদ
C) মুন্বই
D)আহমেদাবাদ
উত্তর : বেঙ্গালুরু
A) বেঙ্গালুরু
B) হায়দরাবাদ
C) মুন্বই
D)আহমেদাবাদ
উত্তর : বেঙ্গালুরু
04. পশ্চিম মধ্য রেল পথের অঞ্চল আঞ্চলিক সদর দফতর কোথায় অবস্থিত ?
A) ভোপাল
B) জব্বলপুর
C) বিলাসপুর
D) হুবলি
উত্তর : জব্বলপুর
A) ভোপাল
B) জব্বলপুর
C) বিলাসপুর
D) হুবলি
উত্তর : জব্বলপুর
05. রেলওয়ে স্টাফ কলেজে কোথায় অবস্থিত ?
A) বরোদা
B) আহমেদাবাদ
C) জয়পুর
D) লখনউ
উত্তর : বরোদা
A) বরোদা
B) আহমেদাবাদ
C) জয়পুর
D) লখনউ
উত্তর : বরোদা
06. নিম্নলিখিত কোন দ্বীপের ওপরে দিয়ে নিরক্ষরেখা গেছে ?
A) মাদাগাস্কার
B) তাসমানিয়া
C) জাভা
D) বোর্নিও
উত্তর : বোর্নিও
A) মাদাগাস্কার
B) তাসমানিয়া
C) জাভা
D) বোর্নিও
উত্তর : বোর্নিও
07. রেলওয়ে ব্রডগেজ এর আনুমানিক দৈর্ঘ্য -
A) 2.00 মিটার
B) 1.83 মিটার
C) 1.67 মিটার
D) 1.33 মিটার
উত্তর : 1.67 মিটার
A) 2.00 মিটার
B) 1.83 মিটার
C) 1.67 মিটার
D) 1.33 মিটার
উত্তর : 1.67 মিটার
08. দক্ষিণ-পূর্ব আমাদের এল এল এর আঞ্চলিক সদর দফতর কোথায় অবস্থিত ?
A) বিলাসপুর
B) হুবলি
C) জবলপুর
D) ভুবেনেশ্বর
উত্তর : বিলাসপুর
A) বিলাসপুর
B) হুবলি
C) জবলপুর
D) ভুবেনেশ্বর
উত্তর : বিলাসপুর
09. রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবস্থিত ?
A) পেরামবুরে
B) ইয়েলাহাঙকায়
C) পাতিয়ালায়
D) কাপুরথালায়
উত্তর : কাপুরথালায়
A) পেরামবুরে
B) ইয়েলাহাঙকায়
C) পাতিয়ালায়
D) কাপুরথালায়
উত্তর : কাপুরথালায়
10. রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরের চালু হয় ?
A) নিউ দিল্লি মুম্বই
B) নিউ দিল্লি হাওড়া
C) নিউ দিল্লি লখনউ
D) নিউ দিল্লি চেন্নাই
উত্তর : নিউ দিল্লি হাওড়া
A) নিউ দিল্লি মুম্বই
B) নিউ দিল্লি হাওড়া
C) নিউ দিল্লি লখনউ
D) নিউ দিল্লি চেন্নাই
উত্তর : নিউ দিল্লি হাওড়া
11. কোন প্রধান নদী একটি অংশ হলো তিস্তা ?
A) গঙ্গা
B) কৃষ্ণা
C) কাবেরী
D) ব্রহ্মপুত্র
উত্তর : ব্রহ্মপুত্র
A) গঙ্গা
B) কৃষ্ণা
C) কাবেরী
D) ব্রহ্মপুত্র
উত্তর : ব্রহ্মপুত্র
12. পূর্ব মধ্য রেলওয়ে আঞ্চলিক সদর দফতর কোথায় অবস্থিত ?
A) পাটনা
B) হাজিপুর
C) গোরখপুর
D) সোনাপুর
উত্তর : হাজিপুর
A) পাটনা
B) হাজিপুর
C) গোরখপুর
D) সোনাপুর
উত্তর : হাজিপুর
13. দক্ষিণ পশ্চিম রেলওয়ে এর মুখ্য কার্যালয় অবস্থিত ?
A) ভুবনেশ্বরে
B) হুবলিত
C) বিলাসপুরে
D) জব্বলপুরে
উত্তর : হুবলিতে
A) ভুবনেশ্বরে
B) হুবলিত
C) বিলাসপুরে
D) জব্বলপুরে
উত্তর : হুবলিতে
14. নিম্নলিখিত কোন রাজ্য পলি মাটি দেখা যায় না ?
A) তামিলনাড়ু
B) মধ্যপ্রদেশ
C) ওডিশা
D) পশ্চিমবঙ্গ
উত্তর : মধ্যপ্রদেশ
A) তামিলনাড়ু
B) মধ্যপ্রদেশ
C) ওডিশা
D) পশ্চিমবঙ্গ
উত্তর : মধ্যপ্রদেশ
15. ভারতের বৃহত্তম বন্দর হল -
A) কলকাতা
B) মুম্বই
C) হলদিয়া
D) কান্ডালা
উত্তর : মুম্বই
A) কলকাতা
B) মুম্বই
C) হলদিয়া
D) কান্ডালা
উত্তর : মুম্বই
16. ভারতীয় রেলওয়ে এর কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি আয় হয় ?
A) মালপত্র বহন
B) যাত্রীদের ভাড়া
C) বিজ্ঞাপনঃ
D) কোনোটিই নয়
উত্তর : মালপত্র বহন
A) মালপত্র বহন
B) যাত্রীদের ভাড়া
C) বিজ্ঞাপনঃ
D) কোনোটিই নয়
উত্তর : মালপত্র বহন
17. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল -
A) 7
B) 9
C) 12
D) 6
উত্তর : 7
A) 7
B) 9
C) 12
D) 6
উত্তর : 7
18. নাগার্জুনসাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত ?
A) কাবেরী
B) কৃষ্ণা
C) মহানদী
D) নর্মদা
উত্তর : কৃষ্ণা
A) কাবেরী
B) কৃষ্ণা
C) মহানদী
D) নর্মদা
উত্তর : কৃষ্ণা
19. ভারতের কোন অঞ্চলে সর্বনিন্ন বর্ষণ হয় ?
A) শীনগর
B) লাদাখ
C) জয়সলমির
D) জয়পুর
উত্তর : জয়সলমির
A) শীনগর
B) লাদাখ
C) জয়সলমির
D) জয়পুর
উত্তর : জয়সলমির
20. নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি জাতি ভুক্ত লোকের সংখ্যা সর্বাধিক ?
A) রাজস্থান
B) পাঞ্জাব
C) উত্তর প্রদেশ
D) তামিলনাড়ু
উত্তর : উত্তর প্রদেশ
A) রাজস্থান
B) পাঞ্জাব
C) উত্তর প্রদেশ
D) তামিলনাড়ু
উত্তর : উত্তর প্রদেশ